বাংলাদেশ ব্যাংকে অফিসার (জেনারেল) পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার আসন বিন্যাস ও সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকে “অফিসার (জেনারেল)’ পদে নিয়োগের লক্ষ্যে বিগত ১৭/০৪/২০১৯ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নং- ১৩/২০১৯ এর সূত্রে গত ২৭/১২/২০১৯ তারিখে অনুষ্ঠিত MCQ Test এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৪/০১/২০২০ তারিখ শুক্রবার সকাল ১০.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত নিম্নোক্ত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ব্যাংকে অফিসার পদের লিখিত পরীক্ষার সময়সুচি Bangladesh Bank Officer Written Exam Date
MCQ Test এ উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে https://erecruitment.bb.org.bd/ আপলোড করা হয়েছে।
২। পরীক্ষার হলে প্রবেশের পূর্বে প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে । ২৭/১২/২০১৯ তারিখে অনুষ্ঠিত MCQ Test এর প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
৩। পরীক্ষার হলে প্রবেশপত্রের একটি কপি ব্যতীত কোন ধরণের কাগজ, বই, মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ ও অন্যান্য ইলেনত্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না।
৪। উত্তরপত্রে রাফের জন্য নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোন স্থানে বা প্রবেশপত্রে রাফ করা যাবেনা ।
কমেন্ট করুন