মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শুন্য পদ পূরণের লক্ষ্যে বিগত ১৩/১২/২০১৯ ও ১৪/১২/২০১৯ তারিখ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এ অনুষ্ঠিত কম্পিউটার মুদ্রাক্ষর গতি (ব্যবহারিক) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিয্নোক্ত ছকে বর্ণিত তারিখ ও সময় অনুযায়ী মহিলা বিষয়ক অধিদপ্তর (২য় তলা) ৩৭/৩, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা এ অনুষ্ঠিত হবে।
উক্ত পরীক্ষায় সংশ্লিষ্ট প্রার্থীদেরকে উল্লিখিত তারিখ ও সময়ে মহিলা বিষয়ক অধিদপ্তর (২য় তলা) ৩৭৩, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা এ যথা সময়ে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় সনদপত্র ১ সেট জমা দিতে হবে এবং মূল সনদপত্রসহ প্রবেশ পত্রের মূল কপি দাখিল করতে হবে। উল্লেখ্য যে, প্রার্থীদের স্থায়ী ঠিকানায় ডাকযোগে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের নোটিশ প্রেরণ করা হবে।
মহিলা বিষয়ক অধিদপ্তর এর পরীক্ষা
উক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রাপ্য হবেন না।
ওয়েবসাইটঃ http://www.dwa.gov.bd/
কমেন্ট করুন