জনতা ব্যাংক লিমিটেড এ “এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও-টেলর)’ পদে নিয়োগের উদ্দেশ্যে প্রার্থীদের এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোড ও পরীক্ষার সময়সূচী সংক্রান্ত পুন বিজ্ঞপ্তি। ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় কর্তৃক প্রচারিত বিজ্ঞপ্তি নং-১৬০/২০১৯, তারিখ: ০২/১২/২০১৯ এর সূত্রে জনতা ব্যাংক লিমিটেড এ “এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও-টেলর)’ পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনলাইন-এ প্রাপ্ত আবেদনসমূহ যাচাইয়ান্তে যোগ্য বিবেচিত প্রার্থীদের ০১ ঘন্টা ব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ টেস্ট আগামী ২০/১২/২০১৯ তারিখ বিকাল ০৩.০০ টা থেকে ০৪.০০ টা পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনদ্বয়ের মধ্যে অবস্থিত নিন্নলিখিত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবেঃ
প্রতিষ্ঠানের নামঃ জনতা ব্যাংক লিমিটেড (Janata Bank Limited)
পরীক্ষার তারিখঃ ২০ ডিসেম্বর ২০১৯
পরীক্ষার সময়ঃ বিকাল ০৩.০০ টা থেকে ০৪.০০ টা পর্যন্
প্রবেশ পত্র ডাউনলোড লিংকঃ https://erecruitment.bb.org.bd/onlineapp/print_admit.php
MCQ Test & Written Examination of Assistant Executive Officer (AEO-Teller) of Janata Bank Limited[10081]
উক্ত পরীক্ষার প্রবেশপত্র বাংলাদেশ ব্যাথকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd/career/jobopportunity_bscs.php) হতে সংগ্রহ করার জন্য প্রাীদেরকে পরামর্শ দেয়া যাচ্ছে। উন্মেখ্য, পরীক্ষার হলে প্রবেশের পূর্বে প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা পূর্বে পরীক্ষার্থীদেরকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগহণ করতে দেয়া হবে না। পরীক্ষার্থীদেরকে কোনক্রমেই পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টঘড়ি, প্রবেশপত্রের একাধিক কপি, অপ্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ না করতে নির্দেশনা দেয়া যাচ্ছে।
কমেন্ট করুন